গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভবানীপুরে দুই ব্যক্তির উপর হামলা, পুলিশের হাতে গ্রেপ্তার দুই...
আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ব্যবসাঘটিত কারণে দুই ব্যক্তির উপর হামলার ঘটনা ঘটল ভবানীপুরে। এই হামলায় মনু কুমার সিং এবং তাঁর দাদা রামানুজ সিংয়ের উপর হামলা চালান কয়েকজন দুষ্কৃতী। দু'জনেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১২টা ৫ মিনিটে ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি দোকানের সামনে ঘটনাটি ঘটেছে। এসএসকেএম হাসপাতালের বিপরীতেই ঘটনাস্থল। মনু কুমার এবং রামানুজের উপর হামলা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
তদন্তে নামে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১০৯/৩ (৫) ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে। রবিবার ভোররাতে বেনিয়াপুকুর থানা এলাকা থেকে মহম্মদ জাভেদ (৩১) এবং মহম্মদ তাবরেজ (২০) নামক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। দু'জনেই তালতলার বাসিন্দা। পুলিশের জানিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরেই এই হামলা।