• কসবায় জুয়ার ঠেকে পুলিশি হানা, গ্রেপ্তার তিন জন, উদ্ধার নগদ টাকা...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কসবায় জুয়ার ঠেকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ জুয়া প্রতিরোধ আইনে ওই তিনজনকে গ্রেপ্তাক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকাও।

    পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত ৯টা নাগাদ কসবা থানা এলাকার মধ্যে এআরএস ডিডি দ্বারা একটি অভিযান চালানো হয়। সেই অভিযানেই বড় জুয়ার ঠেকের হদিস মেলে। এই অভিযানের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন  মিলন মণ্ডল ওরফে ট্যারা বুড়ো(৪০), হিমাংশু নস্কর ওরফে গুল্লু (২৬), সুশান্ত হালদার (২৫)। ওই ব্যক্তিদের কসবা এলাকা থেকে গ্রেফতার করা হয়। যেখানে তারা তাস খেলার ছদ্মবেশে জুয়া খেলছিল। তাঁদের কাছ থেকে মোট সাড়ে ২৫ হাজার টাকা নগদ এবং চার সেট তাস উদ্ধার হয়েছে। পুলিশ আরও জানিয়েছে মিলনই ওই জুয়ার আসরের মূল আয়োজক ছিলেন।
  • Link to this news (আজকাল)