• জেলার থেকে ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য চাইল রাজ্য
    দৈনিক স্টেটসম্যান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • কেন্দ্রের কাছ থেকে বাংলার ১০০ দিনের কাজের টাকা নিতে ফের তৎপরতা শুরু করল রাজ্য। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এই বৈঠকের আগে নবান্নের তরফে সব জেলার প্রশাসনের কাছ থেকে ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

    ২০২২ সাল থেকে রাজ্যের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ৩ বছর ধরে একাধিকবার রাজ্য সরকার টাকা দেওয়ার দাবি জানালেও তা মানতে চায়নি কেন্দ্র। নবান্নের দাবি, কেন্দ্রের সমস্ত শর্ত পূরণ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে ফের প্রকল্পের টাকা নিতে তৎপর রাজ্য সরকার। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনার আগে কোনও ফাঁকফোঁকর রাখতে চাইছে না নবান্ন। তাই সব জেলার থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

    সম্প্রতি ১০০ দিনের কাজের ডিসট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করেছে পঞ্চায়েত দপ্তর। সেই বৈঠকে জেলা প্রশাসনকে ভুয়ো জব কার্ডের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। পাশাপাশি ১০০ দিনের কাজের প্রকল্পের অডিট সংক্রান্ত কাজ খুব তাড়াতাড়ি শেষ করার নির্দেশ এসেছে।

    উল্লেখ্য, ২৫ জানুয়ারি কেন্দ্রীয় সরকার রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল। ১০ পাতার সেই চিঠিতে রাজ্যের ১০০ দিনের কাজের জব কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশিকা ফের মনে করিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভুয়ো জব কার্ড বাতিলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) স্পষ্ট করে দেওয়া হয়। কেন্দ্র জানিয়েছে, তিন বছর ধরে কেউ কাজ না করলে তাঁর জব কার্ড রাজ্যকে বাতি‍ল করতে হবে। এছাড়াও বাসস্থান ছেড়ে দীর্ঘ দিন অন্যত্র চলে গেলে, একই পরিবারের একাধিক জব কার্ড থাকলে, কার্ড হোল্ডারের মৃত্যু হলে তাঁদের জব কার্ডও বাতিল করতে হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)