• ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন কর্মচারী সংগঠনের
    দৈনিক স্টেটসম্যান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করেছেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচনের আগে এই ঘোষণাকে প্রচার হিসেবে ব্যবহার করতে চায় তৃণমূল কংগ্রেস। তাই এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবে তৃণমূল–ঘনিষ্ঠ সরকারি কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।

    সংগঠনের তরফে রাজ্যের বিভিন্ন দপ্তরের পাঠানো নির্দেশিকা অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার রাজ্যের জেলাশাসক কার্যালয়, মহকুমা ও ব্লক অফিস, কলকাতা সহ জেলা সদর, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং আঞ্চলিক দফতরগুলিতে ধন্যবাদ কর্মসূচি পালন করা হবে। তবে কাজের সময় নয়, টিফিনের সময় ছোটো সভা, গেট মিটিং ও মিছিলের মাধ্যমে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হবে। এছাড়াও শহর ও জেলার বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যানার টাঙানো হবে।

    শুধুমাত্র সোমবারের কর্মসূচি নয়, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এর পরেও আরও কিছু কর্মসূচি হাতে নেবে ফেডারেশন। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে রাজ্যের সব সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ করতে চাইছে তাঁরা। ফেডারেশনের দাবি, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী প্রতি বছর সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে যাচ্ছেন। এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য ইতিবাচক হবে।

    অপরদিকে ডিএ নিয়ে দাবি পূরণ না হওয়ায় ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে সরকারি অফিসে পাল্টা প্রতিবাদ বিক্ষোভ করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। এছাড়াও এই কর্মসূচিকে কটাক্ষ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁরাও আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)