• নন্দীগ্রামে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত ২, অসুস্থ ২
    দৈনিক স্টেটসম্যান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নন্দীগ্রামের ভেকুটিয়ায় একটি বাড়ির বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল ২ জনের। গুরুতর অসুস্থ হয়েছেন আরও ২ জন। তাঁদের নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গিয়েছে, সেপটিক ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাস ছিল। কোনও নিরাপত্তা ছাড়াও ওই চারজন ট্যাঙ্কে নেমেছিলেন বলে দাবি স্থানীয়দের। তারপরই তাঁরা ভিতরে অসুস্থ হয়ে পড়েন। চারজনকে উদ্ধার করার পর দেখা যায় ২ জনের মৃত্যু হয়েছে। বাকি দুই জনকে তড়িঘড়ি নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে।

    এদিন কানাই জানার বাড়ির বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে প্রথমে নেমেছিলেন মৃত্যুঞ্জয় জানা নামের এক মিস্ত্রি। কিন্তু বিষাক্ত গ্যাসের জন্য কিছুক্ষণের মধ্যে ভিতরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে বাঁচাতে কানাই জানা, তাঁর ছেলের শ্বশুর মানস গিরি ও তাঁর বৌমা সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন। কিন্তু মুহূর্তের মধ্যেই সকলে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁদের উদ্ধার করা হয়।

    মৃত্যুঞ্জয় জানা ও মানস গিরিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপরদিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন কানাই জানা ও তাঁর বৌমা। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় কোনও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)