স্কুটিতে সজোরে লরির ধাক্কা, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মৃত্যু স্বামী, স্ত্রী ও মেয়ের
প্রতিদিন | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
বিধান নস্কর, দমদম: স্কুটিতে সজোরে লরির ধাক্কা। পথেই মৃত্যু স্বামী, স্ত্রী ও কন্যাসন্তানের। রবিবার সন্ধ্যায় এয়ারপোর্ট ৩ নম্বর গেটের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। পথ নিরাপত্তা আরও জোরদার হওয়া প্রয়োজন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।
রবিবার সন্ধ্যা। ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা-আটটা হবে। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি স্কুটি। স্কুটি ছিলেন স্বামী, স্ত্রী ও তাঁদের কন্যাসন্তান। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এয়ারপোর্ট ৩ নম্বর গেটের কাছে একটি লরি সজোরে স্কুটিতে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে তিনজনেরই।
প্রত্যক্ষদর্শী সমীরবরণ সাহার দাবি, মৃত তিনজন বিশরপাড়ার বাসিন্দা। তবে পুলিশের তরফে এখনও মৃতদের নাম, পরিচয় সম্পর্কে কিছুই জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে অটোমেটেড সিগন্যালিং সিস্টেম রয়েছে। তা বহু সময়েই কাজ করে না। এছাড়া ওই এলাকায় আলোও ঠিকমতো নেই। তাই প্রায়শয় দুর্ঘটনা ঘটেই থাকে। যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত আলো এবং সিগন্যালিং ব্যবস্থা উন্নতির প্রয়োজন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যানচলাচল বন্ধ হয়ে যায়। তার ফলে যানজট তৈরি হয়। তবে দেহ উদ্ধারের পর যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।