• নিউ মার্কেটের দুই ব্যবসায়ীকে ‘কোপ’, ভবানীপুর থানার জালে ২ দুষ্কৃতী
    প্রতিদিন | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: খাস কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। নিউ মার্কেটের দুই ব্যবসায়ীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। অভিযোগ, এসএসকেএম হাসপাতালের কাছে তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আক্রান্তরা ভর্তি এসএসকেএম হাসপাতালে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    আক্রান্ত দুই ব্যবসায়ী হলেন মানু কুমার সিং এবং রামানুজ সিং। তাঁরা সম্পর্কে দুই ভাই। বেহালার বাসিন্দা দুজনে। এসএসকেএম হাসপাতাল চত্বর লাগোয়া হরিশ মুখার্জী রোড ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। অভিযোগ, মহম্মদ সইফ আলি খান, রেহান খান-সহ চার-ছ’জন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন দুই ব্যবসায়ী। শোরগোল শুরু হওয়ার পরে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

    পথচলতি মানুষজনের সাহায্যে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই ব্যবসায়ীকে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। এই ঘটনায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়। ব্যবসায়ীদের দাবি, তাঁদের থেকে ৩ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। তবে দাবিমতো টাকা দিতে পারেননি ব্যবসায়ীরা। সে কারণে তাঁদের উপর হামলা বলেই অভিযোগ আক্রান্তদের। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল মহম্মদ জাভেদ এবং মহম্মদ তাবরেজ। দুজনেই তালতলা থানা এলাকার রামনস্কর লেনের বাসিন্দা। ধৃতদের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
  • Link to this news (প্রতিদিন)