৩৩০ মিটার হাইড্র্যান্ট, খুশি পাঁচটি ওয়ার্ডের বাসিন্দারা
বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: নিকাশির জল বের করতে পুরাতন মালদহ শহরের কারবালা মোড় থেকে মির্জাপুর মোড় পর্যন্ত ৩৩০ মিটার হাইড্র্যান্টের কাজের শিলান্যাস হল। রবিবার উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলার শ্যাম মণ্ডল, শত্রুঘ্ন সিনহা বর্মা, বিভূতিভূষণ ঘোষ, বিশ্বজিৎ হালদার সহ অন্যরা।পুরসভা জানিয়েছে, সংশ্লিষ্ট কাজের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। নিকাশিনালার কাজ হলে ৮ এবং ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি হবে না। একই সঙ্গে ৭, ১৯, ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও উপকৃত হবেন। এদিকে ওই হাইড্র্যান্ট নির্মাণের জন্য পূর্ত দপ্তরের এলাকা থেকে অবৈধ নির্মাণ সরানোর নির্দেশ দিয়েছে পুরসভা। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুরসভার উদ্যোগে কাজটি হচ্ছে। এলাকার মানুষ নিকাশিনালা তৈরির দাবি জানিয়েছিলেন। কারণ ছোট নিকাশিনালা থেকে জল উপচে পড়ত। এলাকার জনপ্রতিনিধিরা পুরসভায় জানানোর পর কাজ শুরু হচ্ছে। মঙ্গলবাড়ি মির্জাপুর-কারবালা এলাকা খুব গুরুত্বপূর্ণ। সেখানে ৭, ৮, ১৯, ২০, ১০ নম্বর ওয়ার্ড রয়েছে। বর্ষায় কারবালা মোড় সহ বিভিন্ন পাড়ায় জল জমে মানুষের দুর্ভোগের শেষ থাকে না বলে অভিযোগ। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্যাম মণ্ডল বলেন, জল মানুষের বাড়িতে ঢুকে যেত। এর আগে জল বের করতে পাম্প লাগানো হয়েছিল। এবার ওই নিকাশিনালা দিয়ে জল মির্জাপুর হয়ে মহানন্দায় মিশে যাবে। তবে কাজের জায়গায় অনেকের অবৈধ নির্মাণ রয়েছে। সেগুলি সরাতে বলা হয়েছে। মির্জাপুর মোড় ব্যবসায়ী সমিতির সদস্য আখিল হালদার এবং সুকুমার পাল বলেন, পুরসভা আমাদের নির্মাণ ভাঙতে বলেছে। আমরা ব্যবসায়ীদের সেই নির্দেশ জানিয়ে দিয়েছি। ওটা পূর্ত দপ্তরের জায়গা। কয়েকজনের ক্ষতি হলেও সবার জন্য ভালো হবে। হাইড্র্যান্টের কাজের শিলান্যাস।-নিজস্ব চিত্র