• চোপড়ায় তৃণমূলের হিন্দি সেলের বৈঠক
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, চোপড়া: তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিন্দি সেলের বৈঠক হল রবিবার। সদর চোপড়ায় তৃণমূলের ব্লক দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের চোপড়া অঞ্চল কমিটির বৈঠক হয়। সংগঠন সূত্রে খবর, আগামী ২৩ ফেব্রুয়ারি দলের অঞ্চল সম্মেলন রয়েছে। সেখানে ব্লকের হিন্দিভাষী মানুষজনকে বেশি সংখ্যায় কীভাবে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে বিশদে আলোচনা হয়। সংগঠনকে কীভাবে আরও বিস্তার করা যায় তা নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতাকর্মীরা। 


    দলের অঞ্চল সভাপতি তনয় কুণ্ডু বলেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হিন্দি সেল সংগঠন কীভাবে কাজ করবে, তা এখন থেকেই কর্মী-সমর্থকদের জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি এখন থেকেই কর্মীদের প্রচারে নামার বার্তা দেওয়া হয় এদিনের বৈঠক থেকে। হিন্দি সেলের অঞ্চল সভাপতি সঞ্জিত ভগত জানান, এদিন বৈঠক থেকে চোপড়া অঞ্চলে একটি হিন্দি স্কুলের দাবি উঠেছে। আগামী দিনে বিভিন্ন সরকারি দপ্তরে হিন্দি স্কুলের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে। এদিনের বৈঠকে দলের অঞ্চল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল ও ব্লক নেতারা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)