• তারস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় মাধ্যমিক পরীক্ষার্থীকে মার
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: মাধ্যমিক পরীক্ষা চলছে। প্রতিবেশী তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা মুর্শিদা বিবির বাড়িতে তবুও বাজছিল বক্স। তিনদিন ধরে তারস্বরে গান চালানোয় পড়াশোনায় সমস্যা হচ্ছিল তসলিমা খাতুন নামে মাধ্যমিক পরীক্ষার্থীর। বাধ্য হয়ে প্রতিবাদ করে সে। অভিযোগ, তখনই তার উপর চড়াও হন শাসকদলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর পরিবারের লোকেরা। শনিবার রাতে দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাইতে এই ঘটনা। মেয়ের কেরিয়ার নষ্ট করার জন্য এই ঘৃণ্য চক্রান্ত বলে দাবি করেছে তসলিমার পরিবার। বর্তমানে ওই পরীক্ষার্থী দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। মাথায় ও বুকে আঘাত লেগেছে তার। 


    যদিও মারধরের ঘটনা অস্বীকার করেন পঞ্চায়েত সদস্যা। তাঁর বক্তব্য, জমিকে কেন্দ্র করে ওই পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে অন্য এক পরিবারের সমস্যা ছিল। সেটি থামাতে গিয়েছিলাম। মাইক বাজানোর কোনও ঘটনা হয়নি বলে দাবি করেন তিনি। প্রশাসনিক স্তরে তদন্ত করে পুলিস ব্যবস্থা নেবে, দল হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 


    সোমবার ইতিহাস পরীক্ষা। শনিবার সন্ধ্যায় পড়তে বসেছিল তসলিমা। সেই সময় প্রতিবেশীর বাড়িতে তারস্বরে মাইক বাজানোয় বিরক্ত হয় সে। প্রতিবাদ করলে কপালে জোটে মার। পরে স্থানীয়রা তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে চলে আসে পুলিস। যদিও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। রবিবার হাসপাতালের বেডে শুয়ে তসলিমা খাতুন বলে, তিনদিন ধরে তারস্বরে মাইক বাজছে প্রতিবেশী পঞ্চায়েত সদস্যার বাড়িতে। আমার মাধ্যমিক পরীক্ষা রয়েছে জানার পরেও ওরা বক্স বাজানো বন্ধ করছিল না। শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে বেরিয়ে বক্সের আওয়াজ কম করতে বলি। তখন ওই পঞ্চায়েত সদস্যা ও তাঁর বাড়ির লোকেরা বেরিয়ে এসে মারধর করেন। 


    তসলিমার মা ছাপিউল নাহার বিবি বলেন, মেয়ে পড়াশোনায় ভালো। ওর একটা ভবিষ্যৎ আছে। মেয়ে পড়াশোনায় ভালো হওয়ার জন্য প্রতিবেশীর ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাধ্যমিক পরীক্ষা যাতে মেয়ের খারাপ হয় সেই কারণেই জোরে জোরে বক্স বাজাচ্ছিল। 


    দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, ঘটনার তদন্ত চলছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)