সংবাদদাতা, ইটাহার: প্রায় ২০ দিন বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় কয়েক শতাধিক পরিবার। রবিবার পানীয় জলের পরিষেবা চালু করার দাবিতে বাঁশের বেড়া দিয়ে বালতি হাতে মানাইনগর এলাকায় চাঁচল-ইটাহার রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দা। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলার পর জেলা পরিষদ সদস্যের আশ্বাসে ফিরে যান বিক্ষোভকারীরা।
কাপাশিয়া অঞ্চলের মানাইনগর উত্তর ও দক্ষিণ পাড়া, চাঁকলা সহ পাঁচটি গ্রামে প্রায় দেড় হাজার পরিবারের বাস। পার্শ্ববর্তী চন্দনপুরে একটি পিএইচই প্রকল্প ও মানাইনগরে একটি সাবমার্সিবল রয়েছে। অভিযোগ, পিএইচই প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা অজ্ঞাত কারণে প্রায় ২০ দিন বন্ধ। সাবমার্সিবলের মেশিন পুড়ে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সঙ্কট। গ্রামের গুটিকয়েক বাসিন্দার বাড়িতে রয়েছে সাবমার্সিবল। অন্যের বাড়ি থেকে পানীয় জল নিয়ে আসা নিয়ে দ্বিধায় রয়েছেন বাসিন্দারা। অভিযোগ, স্থানীয় নেতা, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে বারবার জানিয়েও সমাধানের ব্যবস্থা করেননি কেউ। এবিষয়ে স্থানীয় বাসিন্দা নজরুল খান ও আনেসুর রহমানরা বলেন, গ্রামের মানুষরা পানীয় জলের জন্য হাহাকার করলেও প্রশাসন ও জনপ্রতিনিধিরা নির্বিকার।
জলের পরিষেবা চালুর দাবিতে বালতি হাতে রাস্তায় নেমেছেন গ্রামের মহিলারাও। রেজিনা খাতুন ও রুপসানা পারভিনদের অভিযোগ, মাঠের সাবমার্সিবল থেকে খাওয়ার জল নিয়ে আসতে হচ্ছে। স্নানের জন্য মহিলাদের যেতে হচ্ছে নদীতে। এদিন অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল থমকে যাওয়ায় ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস বাহিনী। ছিলেন জেলা পরিষদ সদস্য সায়েস্তা আলম। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। সায়েস্তা বলেন,পিএইচই সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত পানীয় জল পরিষেবা চালু করার ব্যবস্থা করব। পানীয় জলের দাবিতে মানাইনগর এলাকায় চাঁচল-ইটাহার রাজ্য সড়কে অবরোধ। -নিজস্ব চিত্র