• কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্মেলন থেকে উঠে এল একাধিক দাবি
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রবিবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির চর্তুদশ ত্রিবার্ষিক সম্মেলন হল। নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করেন কোচবিহারের এমপি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা এমজেএন মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির জনপ্রতিনিধি সদস্য অভিজিৎ দে ভৌমিক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দু’হাজার প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হন। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছিলেন। ব্যবসায়ীদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হয়। 


    কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সহ জেলার আরএমসি পরিচালিত বাজারগুলির উন্নয়ন, অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি তোলা হয়। জেলার গুরুত্বপূর্ণ বাজারগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, কোচবিহারে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ, নিউ কোচবিহার থেকে কলকাতা ও দক্ষিণ ভারতগামী ট্রেন চালু, বিমানের আসন বৃদ্ধি, ক্যান্সার সেন্টারের কাজ চালু, এমজেএন স্টেডিয়ামকে রাসমেলায় ব্যবহার না করে শুধুমাত্র খেলাধুলোর কাজে ব্যবহার করার ব্যাপারে আলোচনা করা হয়েছে। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলনের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন। এরজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশাকরি, তাঁর হাত ধরে আমাদের ব্যবসায়ীদের সমস্যার সমাধান হবে। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির এই কমিটি আগামী ২০২৬ সাল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে সম্মেলন থেকে নেওয়া হয়েছে।  
  • Link to this news (বর্তমান)