শিলিগুড়ি আদালত থেকে পলাতক অভিযুক্ত পানিট্যাঙ্কিতে ধৃত
বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অভিযুক্ত পালানোর ৩০ ঘণ্টা পরে গ্রেপ্তার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস। পানিট্যাঙ্কি ভারত-নেপাল সীমান্ত থেকে ওই পলাতক অভিযুক্ত বিকাশ কারকিকে গ্রেপ্তার করেছে পুলিস। উল্লেখ্য, শনিবার খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিসের হাতে গ্রেপ্তার বিকাশ শিলিগুড়ি আদালত থেকে পালিয়ে যায়। পুলিসের নজর এড়িয়ে অভিযুক্ত পালানোর ঘটনা সামনে আসার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের একাধিক শীর্ষ আধিকারিক আদালত চত্বরে এসে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস জানতে পারে একাধিক অভিযুক্ত ও তাদের পরিবারের লোকেদের ভিড় করে থাকার সুযোগে ওই অভিযুক্ত পালিয়ে যায়। এরপরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। রবিবার সন্ধ্যায় অভিযুক্ত নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ে পুলিস তাকে গ্রেপ্তার করে।