• শিলিগুড়ি ও কোচবিহারে এবার ৩২টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করতে ব্যর্থ গেরুয়া শিবির
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও কোচবিহার: শিলিগুড়ি ও কোচবিহারে বহু মণ্ডল কমিটির সভাপতি নির্বাচন করতে পারেনি পদ্ম শিবির। রবিবার বিকেল পর্যন্ত তারা সংশ্লিষ্ট দুই সাংগঠনিক জেলার ৩২টি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করতে পারেনি। দলীয় সূত্রের খবর, কোথাও দলীয় কোন্দলের জেরে তা ঝুলছে বলে অভিযোগ। আবার কোথাও তারা সংগঠনের হাল ধরার লোকই খুঁজে পাচ্ছে না। বিজেপি নেতৃত্ব অবশ্য অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, দলে কোথাও কোনও সমস্যা নেই। সর্বত্র মণ্ডল সভাপতি নির্বাচন চলছে। বাকিগুলির সভাপতির নাম শীঘ্রই ঘোষণা করা হবে।  দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে বেশ কিছুদিন আগে মণ্ডল কমিটির সভাপতি নির্বাচনে তোড়জোড় শুরু করে বিজেপি। চলতি মাসেই তাদের এই সাংগঠনিক কাজ শেষ করার কথা। কিন্তু এখন পর্যন্ত তারা বহু মণ্ডলের সভাপতি নির্বাচন করতে পারেনি। গেরুয়া শিবির সূত্রে খবর, দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির অধীনে শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং চোপড়া বিধানসভা কেন্দ্র রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় মণ্ডলের সংখ্যা ২৮টি। যারমধ্যে শিলিগুড়ির পাঁচটির মধ্যে তিনটি, মাটিগাড়া-নকশালবাড়িতে ন’টির মধ্যে ছ’টি, ফাঁসিদেওয়ায় সাতটির মধ্যে তিনটি, ডাবগ্রাম-ফুলবাড়িতে তিনটির মধ্যে দু’টি মণ্ডলের সভাপতি নির্বাচন হয়েছে। চোপড়ার চারটির মধ্যে একটি মণ্ডলেও সভাপতি নির্বাচন হয়নি। সবমিলিয়ে এখন পর্যন্ত ১৪টি মণ্ডলে সভাপতি নির্বাচন হয়নি। এ বিষয়ে একাধিকবার ফোন করেও বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডলের প্রতিক্রিয়া জানা যায়নি। তাঁর মোবাইল ফোনের সুইচ অফ ছিল। ফোনে এসএমএস পাঠিয়েও উত্তর মেলেনি। এদিকে, কোচবিহারে বিজেপির ৪৩টি মণ্ডল কমিটির মধ্যে মাত্র ২৫টির সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। বাকি ১৮টি মণ্ডলের সভাপতির নাম তারা ঘোষণা করতে পারেনি। সাংগঠনিক দুর্বলতার জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। দলের জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ২৫ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। বাকিদের নামও দ্রুত ঘোষণা করা হবে।   
  • Link to this news (বর্তমান)