• এক মাসে ২লক্ষ ৭৫ হাজার বাড়ি পরিক্রমা তৃণমূল মহিলা কংগ্রেসের, ২৩ ফেব্রুয়ারি আলাপচারিতা কর্মসূচি
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: লক্ষ্য মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখা। এজন্যই মাত্র এক মাসে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ২লক্ষ ৭৫হাজার বাড়িতে হাজির হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। ইতিমধ্যে তারা এ ব্যাপারে দলের জেলা কমিটিকে রিপোর্ট দিয়েছে। এবার তাদের কর্মসূচি আলাপচারিতা সভা। তা হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। একই সঙ্গে সংগঠনের ভিত মজবুত করছে তারা। এজন্য বয়স্ক ও অসুস্থ মহিলাদের সরিয়ে সংঠনের সামনের সারিতে আনা হচ্ছে যুবতীদের। ছাব্বিশের নির্বাচনের আগে এই কর্মসূচি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।


    রাজ্যের ক্ষমতা দখলের পরই মহিলাদের জন্য বেশকিছু প্রকল্প উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া, মহিলাদের স্বনির্ভর করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখতেই দলের মহিলা সংগঠনেকে ময়দানে নামিয়েছে তৃণমূল কংগ্রেস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৬জানুয়ারি পর্যন্ত তাদের মহিলা সংগঠন ‘দীক্ষা’ কর্মসূচি পালন করে।


    তৃণমূল মহিলা কংগ্রেস সূত্রের খবর, শিলিগুড়ি মহকুমায় বুথ সংখ্যা ১১শোর কাছাকাছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রতিটি বুথে ২৫০টি করে বাড়িতে সংগঠনের বুথস্তরের নেত্রীরা গিয়েছেন। তাঁরা প্রতিটি বাড়িতে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সংগ্রামের কাহিনী, নীতি-আদর্শের কথা তুলে ধরেছেন। তৃণমূল মহিলা কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী(সমতল) সুস্মিতা বসুমৈত্র বলেন, একমাস ধরে মহকুমায় দীক্ষা কর্মসূচি চালিয়ে মহিলাদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। মুখ্যমন্ত্রীর নীতি, আদর্শে যুবতী থেকে গৃহবধূ সহ সর্বস্তরের মহিলাদের উদ্বুদ্ধ করতে পেড়েছি। একমাসে সংগঠনের কর্মীরা প্রায় ২লক্ষ ৭৫হাজার বাড়িতে গিয়েছেন।


    এবার আলাপচারিতা কর্মসূচি রূপায়িত হবে। আগামী ২৩ফেব্রুয়ারি বর্ধমান রোডের একটি হলে সভাটি হবে। সংগঠন সূত্রের খবর, বুথ, অঞ্চল, ব্লক, ওয়ার্ড ও জেলা কমিটির প্রতিনিধিরা হাজির থাকবেন। সভায় উপস্থিত থাকবেন সংগঠনের রাজ্য সহসভানেত্রী আমিনা আহমেদ ও রাজ্য সহসম্পাদক সুস্মিতা সেন। তৃণমূল মহিলা কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) বলেন, ওই সভা রাজনৈতিক কর্মী সম্মেলনের রূপ নিতে পারে। এজন্য জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


    একই সঙ্গে মহিলা সংগঠনেও রদবদল শুরু হয়েছে। সংগঠন সূত্রের খবর, শিলিগুড়ি শহরে তিনটি এবং গ্রামীণ এলাকায় সাতটি ব্লক কমিটি রয়েছে। অর্থাৎ, ১০টি ব্লক কমিটির অধীনে ওয়ার্ড, অঞ্চল ও বুথ কমিটি রয়েছে। অনেক কমিটির নেত্রীদের একাংশ বয়স্ক ও অসুস্থতার কারণে নিষ্ক্রিয় রয়েছেন। কিছু জায়গায় কমিটিতে যুবতীর সংখ্যা বেড়েছে। 


    তৃণমূল মহিলা কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী(সমতল) বলেন, সংগঠনের ভিত আরও মজবুত করার কাজ চলছে। সংগঠনের রাজ্য কমিটির নির্দেশেই জেলায় সংগঠনের বুথ, অঞ্চল, ওয়ার্ড ও ব্লক কমিটিতে রদবদল চলছে। উদ্দমী ও রাজনৈতিক কাজকর্মে আগ্রহী যুবতীদের সামনের সারিতে আনা হচ্ছে। তবে, বয়স্ক ও অসুস্থদের বাদ দেওয়া হচ্ছে না। তাঁদেরও সংগঠনে রাখা হচ্ছে।    
  • Link to this news (বর্তমান)