সংবাদদাতা, পতিরাম: ব্যবসায়ীর ডিজিটাল ওয়ালেট থেকে নিজের মায়ের অ্যাকাউন্টে প্রায় ২০ হাজার টাকা ট্রান্সফার করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিস। একটি ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্কে কাজ করার সুবাদে ওই ব্যবসায়ীকে বোকা বানিয়ে এই টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার বিকেলে উত্তেজনা ছড়ায় বালুরঘাটের উত্তমাশায়। অভিযুক্ত যুবকের বাড়ি বালুরঘাট শহরেই। বিষয়টি বুঝতে পেরেই স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটক করে পুলিসে খবর দেন। ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিস। পুলিস ওই যুবককে আটক করেছে।