সংবাদদাতা, চাঁচল: বাসের ধাক্কায় জখম বাইক চালক। রবিবার সামসি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। জখম বাইকচালক বিট্টু পোদ্দার চাঁচলের জিতারপুরের বাসিন্দা। তাঁকে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁচল থেকে সামসির দিকে যাচ্ছিল বাসটি। বাইকটি সড়ক পার করার সময় বাসচালক ব্রেক কষলে রক্ষা পান যুবকটি। বাইকের অধিকাংশ বাসের ভিতর ঢুকে পড়ে। চাঁচল থানার এক আধিকারিক বলেন, বাস ও বাইকটি পুলিস হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।