• চোলাই বিক্রির অভিযোগে ধৃত
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পতিরাম: চোলাই বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস। ধৃতের নাম সোমলাল পাহান। বাড়ি বালুরঘাট শহর লাগোয়া মাহিনগর এলাকায়। শনিবার রাতে সোমলাল নিজের বাড়ি থেকেই চোলাই বিক্রি করছিল। সেই সময়ে পুলিস একজনকে গ্রেপ্তার করে। 


    অন্যদিকে একই রাতে মালঞ্চাতেও তিনজনকে পুলিস গ্রেপ্তার করেছে। শহরজুড়েই রাতভর অভিযান চালায় পুলিস। সেই অভিযানে অনেক মদ্যপকে গ্রেপ্তার করে পুলিস। যাদের নামে পুরনো মামলা রয়েছে, তাদেরও গ্রেপ্তার করা হয়। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, পুলিসের স্পেশাল অভিযান চলে। এই অভিযানে সব মিলিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)