সংবাদদাতা, পতিরাম: এক যুবকের বাড়ি থেকে এক নাবালিকা মেয়েকে উদ্ধার করল পুলিস এবং প্রশাসন। শনিবার রাতে ১৬ বছরের ওই নাবালিকাকে বালুরঘাট থানায় নিয়ে আসা হয়। এদিন পুলিস ওই নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিয়েছে। পুলিস সূত্রে খবর, ওই নাবালিকাকে আগেই ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা জেল খাটছে। গত কয়েকদিন ধরে বালুরঘাটের মালঞ্চায় এক যুবকের বাড়িতে ছিল নাবালিকা। স্থানীয়দের তরফে ১৬ বছরের ওই নাবালিকাকে আটকে রাখার অভিযোগ উঠেছিল। খবর পেতেই বালুরঘাট থানার পুলিস, জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষ এবং চাইল্ড হেল্পলাইন ঘটনাস্থলে যায়। এবং সেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। তবে ওই নাবালিকার মায়ের বক্তব্য, মেয়েকে আটকে রাখা হয়নি।