নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের বড় অংশে শীত বিদায় নিচ্ছে, বাড়ছে এবার তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকায় এখনও বেশ কনকনে ঠান্ডা রয়েছে। দার্জিলিং শহরের একটি জায়গায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা শূন্য (০) ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির আশাপাশে ছিল। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপামাত্রা ছিল ১০ ডিগ্রি, সেখানে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি। আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছুঁয়েছে বা কাছাকাছি আছে। ফলে বেলা বাড়লেই বেশ গরম লাগছে। দুপুরের দিকে ঘামও শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানান, উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকায় কনকনে শীত বেশি সময় থাকে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাহাড়ে বৃষ্টিও হয়েছে সম্প্রতি। তাতে তাপমাত্রা আরও কমেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে এসপ্তাহে বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও সিকিমের উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও, কলকাতায় এবং বিভিন্ন জেলার কিছু স্থানে বুধবার থেকে কয়েকদিন হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোনও কোনও জায়গায় বজ্রমেঘ থেকে কিছুটা ঝড়বৃষ্টিও হতে পারে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশের কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।