২ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়ে বেঙ্গালুরু পাঠালেন অভিষেক
বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে এসে দুই শিশুর বিরল রোগ ধরা পড়ে। উন্নত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওই দুই শিশুকে কীভাবে দ্রুত সুস্থ করে তোলা যায়, তার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুই শিশুকে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে। আলমিসা খাতুন নামে এক শিশুর শরীরে অক্সিজেন ঠিকমতো পৌঁছচ্ছে না। জন্মগত সমস্যায় ভুগছে সে। সেবাশ্রয় কর্মসূচিতে আলমিসাকে নিয়ে আসেন তার বাবা-মা। চিকিৎসকদের পর্যবেক্ষণে জটিল রোগ ধরা পড়ে। এছাড়াও নেহা মাঝি নামে এক শিশু নার্ভের জটিল রোগে আক্রান্ত। সে ঠিকমতো দাঁড়াতে বা হাঁটাচলা করতে পারছে না। সেবাশ্রয়ে নেহাকে নিয়ে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নেহার পরিবার। আলমিসা ও নেহার উন্নতমানের চিকিৎসার জন্য কলকাতার বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। খবর যায় অভিষেকের কাছে। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আলমিসা ও নেহাকে বেঙ্গালুরু পাঠানোর ব্যবস্থা করেন। আলমিসা, নেহার সঙ্গে গিয়েছেন তাঁদের পরিবারের লোকজন এবং একজন চিকিৎসক। দুই শিশু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, তার যাবতীয় তদারকি করছেন অভিষেক। এছাড়াও ক্যাম্পে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯২ বছরের রিজিয়া বেওয়া। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃদ্ধাকে ক্যাম্পে নিয়ে আসেন তাঁর পরিবারের লোকজন।