• মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিড ডে মিল কর্মীদের
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: রাজ্য বাজেটে মিড ডে মিল নিয়ে কোনও বরাদ্দ নেই। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যারা। রবিবার দুই শতাধিক মিড ডে মিল কর্মী প্রথমে কাকদ্বীপ স্টেশনে জমায়েত হন। এরপর তাঁরা মিছিল করে বাংলার মাঠ পর্যন্ত যান। যাওয়ার পথে তাঁরা কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্লাকার্ড হাতে গোল করে সবাই জাতীয় সড়কের চারিদিকে দাঁড়িয়ে পড়েন। ফলে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। সেখানে ‘রাজ্য বাজেট ২০২৫’ লেখা একটি পোস্টার পোড়ানো হয়। এদিন প্রায় দশ মিনিট পথ অবরোধ করা হয়। এরপর আবার ওই মিছিল জাতীয় সড়ক ধরে বাংলার মাঠের দিকে এগিয়ে যায়। মূলত ১৩ দফা দাবি নিয়ে তাঁদের এই আন্দোলন। এবিষয়ে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কাকদ্বীপ মহকুমার সম্পাদক শম্পা পাল মণ্ডল বলেন, প্রায় আড়াই লক্ষ মহিলা মিড ডে মিলের কর্মী হিসেবে যুক্ত রয়েছেন। তাঁদের কাজের জন্য খুব সামান্য মজুরি দেওয়া হয়। এই মজুরিতে একজনেরই সংসার চলে না। তাই মজুরি বৃদ্ধি করতে হবে। এছাড়াও ১২ মাস কাজ করিয়ে ১০ মাসের মজুরি দেওয়া হয়। এটাও বন্ধ করতে হবে। এরকম ১৩ দফা দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। দাবিগুলি না মানা হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)