বেলগাছিয়ায় জে কে ঘোষ রোডের, নতুন করে হচ্ছে দেড় কিমি রাস্তা
বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘকাল রাস্তাটির দশা বেহাল। অনেক জায়গায় পিচের প্রলেপ উঠে গিয়েছে। গর্ত তৈরি হয়েছে। অবশেষে বহু বছর পর বেলগাছিয়ার জে কে ঘোষ রোডের সংস্কার শুরু হল। রাস্তার পিচ তুলে প্রায় দেড় কিলোমিটার নতুন রাস্তা বানানো হচ্ছে।
বেলগাছিয়া মেট্রোর পাশ দিয়ে গিয়েছে জে কে ঘোষ রোড। এই রাস্তা গিয়েছে মির্জাবাগান মসজিদ এলাকায়। মিশছে রেল ইয়ার্ডে। রাস্তাটি বেলগাছিয়ার, রেল কোয়ার্টারের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করেন। এই রাস্তা ধরেই যাওয়া যায় বেলগাছিয়া এলাকার প্রাচীন তারাশঙ্করী মন্দিরে। নিয়মিত বহু ভক্ত যাতায়াত করেন। বহু সংখ্যক গাড়ি চলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘বহু বছর রাস্তা মেরামত হয়নি। একাধিক জায়গায় খানাখন্দ রয়েছে।’ তবে এবার নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। শর্মিলা ঘোষ, ইয়াকুব শেখ, মুস্তাকিম আহমেদরা জানান, ‘শেষ কবে এই রাস্তা সংস্কার হয়েছিল, মনে পড়ছে না। দু’দিন হল দেখলাম কাজ শুরু হয়েছে। মেশিন দিয়ে পুরনো পিচ কেটে তুলে ফেলা হচ্ছে। রাস্তা ভালো হলে এলাকাবাসীর সুবিধা হবে।’ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তী বলেন, ‘বহু বছর রাস্তা সংস্কারের কাজ হয়নি। পিচ কাটার মেশিন পাওয়া যাচ্ছিল না বলে কাজ শুরু করা যাচ্ছিল না। শুক্রবার রাত থেকে মেশিন নিয়ে এসে কাজ শুরু করা হয়েছে। প্যাচওয়ার্ক নয় গোটা পথ নতুন করে তৈরি হবে। মানুষের যাতায়াত করতে সুবিধা হবে। ভোট প্রচারে বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের অসুবিধার কথা শুনেছিলাম। গত চার বছর ধরে অঞ্চলের নানা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’