• বিধানসভা নির্বাচনের আগে জেলা পর্যবেক্ষক পদ কি আবার ফিরছে? 
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলার চেয়ারম্যান এবং সভাপতি পদ আছে তৃণমূল কংগ্রেসে। এবার জেলা পর্যবেক্ষক পদ নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। ২০২৬ সালের ভোটের আগে প্রত্যেক জেলায় সংগঠন দেখভালের জন্য একজন পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হতে পারে। দলের নেতাদের মধ্যে এই ব্যাপারে আলাপ-আলোচনা শুরু হয়েছে। 


    আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে দলীয় বিধায়কদের নিয়ে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে বিধায়কদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ওইসঙ্গে বিধায়কদের উদ্দেশে রয়েছে ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ। 


    রাজ্য তৃণমূলের একাধিক নেতা বলছেন, সংগঠনের পুঙ্খানুপুঙ্খ খবর রয়েছে তৃণমূল নেত্রীর কাছে। সংগঠনকে শক্তিশালী করতে আগামী দিনে আরও কিছু পদক্ষেপ নিতে পারেন তিনি। ওই সূত্রে তৃণমূলের অন্দরে চর্চা চলছে, জেলা ভিত্তিক একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তি জেলার সাংগঠনিক কাজকর্ম মনিটর করবেন এবং জেলার সকল নেতা-কর্মীর সঙ্গে সমন্বয় রেখে চলবেন। জেলার কোথায়, কী রাজনৈতিক ঘটনা ঘটছে, তার আপডেট রাখবেন তিনি। এর ফলে বিরোধী শিবির থেকে কোনও অভিযোগ আনা হলে যথাযথাভাবে তার জবাব দেওয়া যাবে।


    এর আগে তৃণমূলে পর্যবেক্ষক পদ ছিল। কিন্তু পরবর্তীকালে তা তুলে দেওয়া হয়। পদটি তৃণমূলে আবার ফিরতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে দলীয় সূত্রে। রাজ্য স্তরের যেসমস্ত নেতা জেলার সাংগঠনিক নিয়মিত খবর রাখেন এবং যাঁরা জেলার নেতাদের কাছে পরিচিত মুখ, তাঁদের জেলা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হতে পারে। 


    এছাড়া রাজ্যের একাধিক জেলায় তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি নেই। ওই পদ শীঘ্রই পূরণ করবেন তৃণমূল নেত্রী। উত্তর ২৪ পরগনায় বারাকপুর-দমদম সাংগঠনিক জেলায় দলের কাজকর্ম চলছে জেলা সভাপতি ছাড়াই। আবার বসিরহাট সাংগঠনিক জেলাতেও তৃণমূলের জেলা সভাপতি নেই। রাজ্যের সবচেয়ে বেশি বিধানসভা আসন উত্তর ২৪ পরগনা জেলায়। তাই সেখানে বাড়তি নজর দিতে চলেছে তৃণমূল। ওই জেলার ৩৩টি বিধানসভা আসনের সবক’টিতেই যাতে ছাব্বিশের ভোটে নিশ্চিতভাবে জয় আসে, তেমন ‘স্ট্র্যাটেজি’ নিয়ে সংগঠন সাজাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
  • Link to this news (বর্তমান)