নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেশন দুর্নীতি মামলায় জেল থেকে জামিনে মুক্তির পর ফের রবিবার হাবড়ায় এলেন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। এদিন পুরসভা ভবনে তিনি শিশুদের পোলিও খাওয়ান। তারপরে দলীয় কাউন্সিলারদের নিয়ে একটি বৈঠকও করেন তিনি। সেই বৈঠকে একাধিক কাউন্সিলারের কাজ নিয়ে খেদ প্রকাশ করেছেন বিধায়ক। পুকুর ভরাট থেকে শুরু করে বেআইনি নির্মাণ নিয়েও ক্ষোভ জানিয়েছেন তিনি।
বেশ কয়েকজন কাউন্সিলারের নামে বেনিয়মের অভিযোগ তাঁর কাছে জমা পড়েছে বলে সাফ জানিয়েছেন তিনি। শহরে বেশ কিছু জায়গায় জলাজমি ভরাট করা হচ্ছে বলেও অভিযোগ পেয়েছেন বিধায়ক। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বালু। অবৈধ নির্মাণ নিয়েও রীতিমতো রুষ্ট বিধায়ক। দ্রুত এই ‘ক্ষত’ মেরামতের নির্দেশ দিয়েছেন বিধায়ক। এনিয়ে হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, উন্নয়ন নিয়েই এদিন বৈঠক হয়েছে। অন্যদিকে, বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাদুতে শিশুদের পোলিও খাওয়ালেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। উপস্থিত ছিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী প্রমুখ।