সংবাদদাতা, কল্যাণী: চাকদহে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম প্রদীপ হালদার ও দিবাকর বিশ্বাস। তাঁদের বাড়ি স্থানীয় মালোপাড়া এলাকায়। সম্প্রতি এক যুবক ফাঁকা রাস্তা দিয়ে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন। তখন চলন্ত স্কুটিতে এসে তাঁর মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। ওই যুবক বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানালে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ২ যুবককে গ্রেপ্তার করে চাকদহ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত দুই যুবক এর আগেও একাধিক মোবাইল ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ছিল।