নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তিনদিন নিখোঁজ থাকার পর রবিবার খাল থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃতের নাম মধু মণ্ডল (৩০)। ডায়মন্ডহারবারের রামনগর থানা এলাকার ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বাড়ির লোকজন থানায় মিসিং ডায়েরি দায়ের করেছিলেন। অবশেষে এদিন গোবিন্দপুর খালে তাঁর দেহ পাওয়া যায়। এই ঘটনায় রহস্য থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয়। পরে তদন্তে পুলিস জানতে পেরেছে যে, মদ্যপ অবস্থায় খালের ধারে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় টাল সামলাতে না পেরে পড়ে যান মধু। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার দিন মধুকে মদ্যপ অবস্থায় হাঁটতেও দেখা গিয়েছে। দেহ উদ্ধার করে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করা হয়। তাতে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।