• আড়াই বছর ফাঁকা, পুরসভা এবারও কি ভাইস চেয়ারম্যান ছাড়াই চলবে?
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবারও ভাইস চেয়ারম্যান ছাড়াই কি চলবে রাজপুর সোনারপুর পুরসভা? এই নিয়ে জল্পনা চলছে। কারণ নয়া বোর্ড গঠনের কয়েক মাস বাদেই ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মোফাজ্জল হোসেন ওরফে ভুলু নামে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। এখনও দলীয়ভাবে নতুন কারও নাম প্রস্তাব করা হয়নি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর আগের বোর্ডও বিনা ভাইস চেয়ারম্যানেই চলেছে। 


    পুরকর্তারা বলছেন, এমন একজন পদাধিকারী থাকলে কাজের চাপ কিছুটা কমে। তবে, দলের তরফে এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।


    শৃঙ্খলার ইস্যুতেই ২০২২ সালের নভেম্বর মাসে সরানো হয়েছিল মোফাজ্জলকে। তারপর অনেকেই আশা করেছিলেন যে, এবার নতুন কেউ সেই দায়িত্ব পাবেন। কিন্তু আড়াই বছরেও কারও নাম পাঠায়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পুরসভার এক পদস্থ কর্তা তথা নেতার কথায়, দল যখন মনে করবে নিশ্চই এই পদে কাউকে না কাউকে দায়িত্ব দেবে। এটা ঠিক যে কেউ এলে আমাদের কাজের চাপ কিছুটা কমবে। জেলার মধ্যে অন্যতম বড় পুরসভা এটি। কাজের পরিধি অনেকটাই। কিন্তু কেন কোনও ভাইস চেয়ারম্যানের নাম এখনও প্রস্তাব করা হল না, সেটা স্পষ্ট নয়। 


    তবে এই পুরসভার পূর্ব ইতিহাস বলছে, তৃণমূলের বোর্ডেই ভাইস চেয়ারম্যান পদ থেকে মেয়াদ শেষের ছ’মাস আগেই সরানো হয় ফিরদৌসি বেগমকে। তাঁকে অন্য পদ দেওয়া হয়েছিল। 


    তারপরের বার এক বছরের কিছু সময়ের আগে সরতে হয় শান্তা সরকারকে। আর এবার বোর্ড গঠনের আট মাসের মধ্যেই সরানো হয়েছে আরেক ভাইস চেয়ারম্যানকে। তবে তিনটি ক্ষেত্রেই কারণ ছিল আলাদা। কিন্তু বিকল্প কাউকে এই পদে বসানো হয়নি। সেক্ষেত্রে এবারও ভাইস চেয়ারম্যান ছাড়াই বোর্ডের মেয়াদ শেষ হবে না তো, পুরসভার অন্দরে এখন চলছে এমন চর্চা।
  • Link to this news (বর্তমান)