• খোদ জেলা সম্পাদকই হারলেন জেলা কমিটি ভোটাভুটিতে
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: সিপিএমের ইতিহাসে বেনজির দৃষ্টান্ত তৈরি করে ভোটাভুটিতে নতুন জেলা কমিটি থেকেই বাদ পড়লেন উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। এই ঘটনায় হতভম্ব আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্ব উত্তর ২৪ পরগনায় নতুন জেলা সম্পাদক নির্বাচন স্থগিত করে দিয়েছে।

    বারাসতে রবিবার দীর্ঘ সময় ধরে ভোটাভুটির পর ৭৪ জনের নতুন জেলা কমিটি গঠিত হলেও নতুন জেলা সম্পাদক নির্বাচন হয়নি। আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন জেলা কমিটির বৈঠকে সম্পাদক নির্বাচন করা হবে। গত ৭–৯ ফেব্রুয়ারি বারাসতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে প্রবল কোন্দলের কারণে জেলা কমিটি গঠন করা যায়নি।

    মৃণালের পেশ করা জেলা কমিটির অফিশিয়াল প্যানেলের বিরোধিতা করে ২৭ জনের বাড়তি নাম আসে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্যরা হস্তক্ষেপ করে ২৫ জনের নাম প্রত্যাহার করাতে পারলেও দু’জন নাম প্রত্যাহার করেননি।

    এই পরিস্থিতিতে ঠিক হয়েছিল, রবিবার ভোটাভুটি হবে। উত্তর ২৪ পরগনার জেলা সম্মেলনে সিপিএমের মোট প্রতিনিধির সংখ্যা ছিল সাড়ে চারশোর কিছু কম। এ দিন অবশ্য সবাই ভোট দিতে আসেননি। সব মিলিয়ে চারশোর কাছাকাছি প্রতিনিধি ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। সকাল ১১টা থেকে ভোটাভুটি চলার পর সন্ধ্যায় গণনার শেষে দেখা যায় ৭৪ জনের জেলা কমিটিতে মৃণাল নিজেই ঠাঁই পাননি।

    মধ্যমগ্রামের সিপিএম নেতা সনৎ বিশ্বাস জেলা সম্পাদকের থেকে কিছু বেশি ভোট পেয়ে নতুন জেলা কমিটিতে ৭৪তম সদস্য হিসেবে ঢুকে গিয়েছেন।

    ভোটাভুটির এই প্যাটার্ন দেখে সিপিএমের রাজ্য সম্পাকমণ্ডলীর একাধিক সদস্যের পর্যবেক্ষণ, উত্তর ২৪ পরগনায় দলের একাধিক বিবাদমান গোষ্ঠী থাকলেও অসুস্থ মৃণালকে নতুন জেলা কমিটি থেকে বাদ দিতে এই সব গোষ্ঠী একত্রিত হয়েছিল। তাৎপর্যপূর্ণ হলো, মৃণালের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতারা কিন্তু ভোটাভুটিতে জেলা কমিটিতে জায়গা পেয়েছেন।

    মৃণাল নিজে জেলা কমিটিতে থাকতে না–পারায় আলিমুদ্দিন স্ট্রিটকে এখন নতুন কোনও মুখকে দায়িত্ব দিতে হবে। সেই নতুন সম্পাদক নির্বাচন নিয়ে দ্রুত ঐকমত্য হওয়া কঠিন বুঝেই এ দিন জেলা সম্পাদক নির্বাচন না–করে তা দু’দিন পরে করার সিদ্ধান্ত হয়েছে।

    সূত্রের খবর, সিপিএমের উত্তর ২৪ পরগনার একাধিক নেতার অঙ্ক ছিল, মৃণাল যদি জেলা কমিটিতে থেকে যান, তা হলে আলিমুদ্দিন স্ট্রিট অসুস্থ এই নেতাকে ফের সম্পাদক করতে হস্তক্ষেপ করতে পারে। তাই মৃণালকে জেলা কমিটি থেকে ছেঁটে দিয়ে আলিমুদ্দিন স্ট্রিটকেও বার্তা দিলেন উত্তর ২৪ পরগনার সিপিএম নেতৃত্ব।

    এখন প্রশ্ন তৈরি হয়েছে, মৃণালের জায়গায় নতুন কে জেলা সম্পাদক হবেন? তরুন মুখ সায়নদীপ মিত্র থেকে পলাশ দাস, সোমনাথ ভট্টাচার্য, সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় থেকে খেতমজুর সংগঠনের নেতা নিরাপদ সর্দার— এমনই একাধিক নাম নিয়ে সিপিএমের অন্দরে আলোচনা চলছে।

    সিপিএমের সম্মেলন পর্বে এ বার জেলায় জেলায় যে অনৈক্য দেখা গিয়েছে, তাতে আগামী ২২–২৫ ফেব্রুয়ারি হুগলির ডানকুনিতে রাজ্য সম্মেলনেও কোন্দলের সম্ভাবনা রয়েছে। প্রকাশ্যে ডানকুনি সম্মেলন নিয়ে হুগলি জেলায় ব্যাপক প্রচার শুরু করেছে সিপিএম। ‘ফিরে দেখা’ শিরোনামে মুজফফর আহমেদ, মহীতোষ নন্দী, বিজয় মোদক, বিনোদ দাসের মতো প্রয়াত নেতাদের ছবি দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারও করছেন সিপিএম জেলা নেতৃত্ব।

  • Link to this news (এই সময়)