• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, সম্পর্ক ভাঙার জন্য হুমকি! গ্রেপ্তার বনগাঁ পুরসভার কাউন্সিলর
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাস এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিযোগ উঠল বনগাঁ পুরসভার নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা। 

    উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে রাখি রায় নামের এক মহিলা এই অভিযোগ তোলেন। রাখির অভিযোগ, তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিলেন চিরঞ্জিত। কিন্তু বর্তমানে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না। তাঁর কোনও খোঁজ নিচ্ছেন না। রবিবার ক্ষোভে ফেটে পড়েন চিরঞ্জিতের বাড়ির সামনে গিয়ে। চিরঞ্জিতের কঠোর শাস্তির দাবি তোলেন রাখি। 

    মহিলার অভিযোগ, চিরঞ্জিত তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটাতে পারেন, তার জন্য পদক্ষেপ করার দাবি তোলেন তিনি। অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিতের বাড়ির সামনে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। মহিলাকে থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ টালবাহানার পরে রাখি কাউন্সিলরের বাড়ির সামনে থেকে চলে যান। 

    রাখির আরও অভিযোগ, চিরঞ্জিতের কারণে বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে এসে থাকতেন। সম্প্রতি যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিলেন চিরঞ্জিত। যদিও রাখির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চিরঞ্জিত। এ ঘটনার পর বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন রাখি। পুলিশ সূত্রে খবর, মহিলার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে চিরঞ্জিতকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।
  • Link to this news (আজকাল)