• সকালে হালকা শীতের আমেজ, কলকাতায় আজ তাপমাত্রা কত?
    বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় নামল তাপমাত্রা। মাঘ পেরিয়ে ফাল্গুনেও সাধারণ মানুষ পাচ্ছে অল্প শীতের আমেজ। তবে রোদ না ওঠা পর্যন্তই এই হালকা শীতের আমেজ বহাল থাকছে। বেলা ১০টার পর থেকেই রোদে পিঠ পুড়ছে অনেকেরই।


    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় ৪.৫ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।


    তবে, চলতি সপ্তাহে শহরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকেই ৩-৪ ডিগ্রি বাড়তে পারে পারদ। কিন্তু, সপ্তাহান্তে আবার বৃষ্টিতেও ভিজতে পারে কলকাতা। ফলে সবমিলিয়ে চলতি সপ্তাহে একাধিক ওঠানামার মধ্যে দিয়ে যাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষজ্ঞরাও আবহাওয়ার এই বদলে সতর্ক থাকার পরামর্শই দিচ্ছে। অন্যথায় হতে পারে বিপত্তি।
  • Link to this news (বর্তমান)