অর্ণব দাস, বারাসত: দত্তপুকুরে মুন্ডুহীন যুবকের দেহ উদ্ধারে নয়া তথ্য হাতে এল তদন্তকারীদের। প্রকাশ্যে এল মোটিভও। জানা যাচ্ছে, ত্রিকোণ প্রেমের কারণে নয়, চুরি করা সোনার ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বচসার জেরেই খুন হতে হয়েছে হজরত লস্কর নামে ওই যুবককে। জম্মু থেকে ধৃত জলিলকে জেরা করতে সে-ই ‘আসল কথা’ জানিয়ে দিয়েছে বলে দাবি বারাসত পুলিশের। জানা গিয়েছে, হজরত একটি ডাকাতদলের সঙ্গে যুক্ত ছিল। সেই গোষ্ঠী রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরি, ছিনতাই করত। তারই মধ্যে দলের একজনকে গ্রেপ্তারিতে পুলিশকে সাহায্য করেছিল সে। তা জেনে ফেলার পর থেকে নজর রাখা হত হজরতের উপর। এরপর চুরি করা সোনার বখরা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হওয়ায় তাকে খুন করে ফেলা হয়। জলিলকে জেরা করে আরও তথ্য উদ্ধারের চেষ্টায় তদন্তকারীরা।