সপ্তাহের শুরুর দিনেই ভোলবদল আবহাওয়ার। একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে তা দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ, চলতি বছরের জন্য সফর থামাচ্ছে শীত। কিন্তু ঠান্ডা বিদায়ের আগে ‘ট্যুইস্ট’, বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
শীতের বিদায়
১৮ ফেব্রুয়ারি নতুন করে রাজ্যে প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই ঝঞ্ঝার গেরোতে মঙ্গলবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। কিন্তু বুধবার সকাল থেকেই পুরোপুরি বদলাতে চলেছে আবহাওয়া। আকাশ থাকবে মেঘলা। একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ, সকালের দিকে যে ঠান্ডা ভাব থাকে, তাও গায়েব হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই। চলতি মরশুমের জার্নিতে আপাতত এখানেই ইতি টানল ঠান্ডা।
বৃষ্টির পূর্বাভাস
বুধবার থেকে ফের বদলাতে চলেছে আবহাওয়া। এ দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বৃহস্পতি এবং শনিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা।
বুধবার বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়াতে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পঙের পার্বত্য এলাকাতেও। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকায় সামান্য তুষারপাতের সম্ভাবনা।