দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি শাখায় কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার ওই নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন রাজ্যের অনুমতির অপেক্ষায় এফআইআর করেনি সিবিআই? তা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে তদন্তকারী সংস্থা।
বিচারপতি স্পষ্ট জানান,রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে এফআইআর করতে রাজ্যের অনুমোদনের প্রয়োজন নেই। কী কী নথি, তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তার উপরে বিশ্লেষণ করে সিবিআই সিদ্ধান্ত নিক এফআইআর করা হবে কি না।
উল্লেখ্য, দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি শাখা থেকে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ঘটনা কয়েক বছর আগে অভিযোগ হলেও এতদিন সিবিআই-এর তরফে কোনও এফআইআর করা হয়নি। সোমবার এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগে সেখানকার সরকারি কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই যুক্তিতে কেন সিবিআই রাজ্যের কাছে অনুমোদন চাইবে? রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে রাজ্যের অনুমোদনের প্রয়োজন নেই।
বিচারপতির আরও বক্তব্য, ‘কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অফিসারদের বিষয়ে এফআইআর-এ রাজ্যের অনুমোদন নিষ্প্রয়োজন। বিনয় মিশ্র মামলায় এই বিষয়ে আগেই স্পষ্ট করেছে আদালত। সিবিআই বনাম সতীশ কুমার মামলাতেও সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্দেশ দিয়েছে।’ কেন্দ্রীয় সরকারি কর্মী, পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের অনুমোদনের প্রয়োজন নেই, নির্দেশ আদালতের।
এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ, এফআইআর করার আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে ব্যাঙ্কগুলিকে পাঠাবে। তাদের যদি কোনও আপত্তি থাকে তা তারা সিবিআই-কে জানাতে পারবে। তা না থাকলে দ্রুত সিবিআই এফআইআর করবে। এ দিন সিবিআইয়ের ডিআইজি দুটি মামলার স্টেটাস রিপোর্ট আদালতে জমা দেন।