এই সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জটিল স্নায়ুরোগে আক্রান্ত দুই শিশুর আজ, সোমবার স্বাস্থ্যপরীক্ষা হবে বেঙ্গালুরুর ‘নিমহ্যান্স’–এ। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির আলমিশা খাতুন বার্থ অ্যাসফিক্সিয়া রোগে আক্রান্ত আর খানাকুলের নেহা মাজির রয়েছে স্পাইনাস মাসকুলার অ্যাট্রপি। নেহাকে নিয়ে তার পরিজন ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে যান, আলমিশাকে নিয়ে সাতগাছিয়ার শিবিরে যান তার পরিবার। চিকিৎসকরা দু’জনকে পরীক্ষা করে তাদের আরও উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
চিকিৎসকদের সেই পরামর্শ অনুযায়ী নেহা ও আলমিশার চিকিৎসা বেঙ্গালুরুর ‘নিমহ্যান্স’–এ করানোর সিদ্ধান্ত নেন অভিষেক। চিকিৎসক সুরজ হালদারের তত্ত্ববধানে এই দুই শিশুকে নিয়ে তাঁদের পরিজন শনিবার বেঙ্গালুরুগামী ট্রেনে উঠেছেন।
‘নিমহ্যান্স’–এর বিশেষজ্ঞদের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে আজ দুই শিশুর চিকিৎসা শুরু হবে। সুরজ বলেন, ‘বার্থ অ্যাসফিক্সিয়ার কারণে আলমিশার ফুসফুস ও মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন যায় না। ও খুব কষ্ট পায়।’ নেহার মা নিভারাণি বলেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন, চিন্তার কোনও কারণ নেই। সব চিন্তার ভার উনি নিচ্ছেন।’
এ ছাড়া স্ট্রোকে আক্রান্ত রিজিয়া বিবির চিকিৎসা হয়েছে সাতগাছিয়ার ‘সেবাশ্রয়’ শিবিরে। দক্ষিণ ২৪ পরগনার বোরহানপুরের বাসিন্দা, ৯২ বছরের এই বৃদ্ধাকে ‘সেবাশ্রয়ে’ আনা হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসরা তাঁকে পরীক্ষা করেন।
প্রয়োজনীয় চিকিৎসার পরে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। গত ২ জানুয়ারি ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির শুরু হয়েছিল। অভিষেক রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬ লক্ষ ৮৩ হাজারের বেশি রোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সাতগাছিয়ায় মোট ৪২টি ক্যাম্প চলছে। সেখানে রবিবার সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।