• কলকাতার ফুটপাথে শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত যুবক, মঙ্গলে সাজা ঘোষণা
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতায় বড়তলা এলাকার ফুটপাথে সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ধৃত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল কোর্ট। মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা করা হবে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২) ধারায় অপহরণ, ৬৫(২) ধারায় ১২ বছরের কমবয়সি শিশুকে ধর্ষণ এবং পকসো-র ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছিল পুলিশ।

    পুলিশ জানায়, ২০২৪-এর ৩০ নভেম্বর গভীর রাতে সাত মাসের এক শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় বড়তলা থানা এলাকার ব্রিডন স্ট্রিটের ফুটপাথ থেকে তুলে নিয়ে যায় রাজীব ওরফে গোবরা। শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। পরদিন সকালে রক্তাক্ত অবস্থায় শিশুটির খোঁজ মেলে এলাকারই অন্য একটি ফুটপাথে।

    বড়তলা থানায় শিশু নিখোঁজের ব্যাপারে অভিযোগ জানিয়েছিল এক দম্পতি। পুলিশ তদন্তে নেমে ফুটপাথ সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে এক যুবককে সন্দেহজনক ভাবে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পাশাপাশি শিশুটিকে সঙ্গে করে নিয়ে যেতেও দেখা যায় তাকে। অভিযুক্তের খোঁজে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়া হয় রাজ্যের সব থানায়। ২৪ ঘণ্টার মধ্যেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে খোঁজ মেলে অভিযুক্ত রাজীবের।

    রাজীবকে আটক করে জিজ্ঞাসাবাদের সময়ই নিজের দোষ কবুল করে সে। ২৬ দিনের মধ্যে ওই ঘটনার চার্জশিট আদালতে জমা করেছিলেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘ধৃতের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ আমরা আদা‍লতে জমা করেছি। কঠোর থেকে কঠোরতম সাজা দিক আদালত, সেটাই চাইছি।’ এই মামলায় একাধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়। সমস্ত প্রমাণাদির ভিত্তিতে এ দিন ধৃত রাজীবকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

    তথ্য সহায়তা: শ্যামগোপাল রায়

  • Link to this news (এই সময়)