• ইঁট দিয়ে ATM মেশিনে হামলা, হুগলিতে শোরগোল
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • কয়েকদিন আগেই হাওড়াতে গ্যাস কাটার ব্যবহার করে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের এটিএম লুট হয়েছিল। এ বার সেই ছায়া হুগলির চাঁপদানিতে। ইঁট দিয়ে মেশিন ভাঙার চেষ্টা দুষ্কৃতীর। যদিও যেখানে টাকা রাখা ছিল, সেই জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কে বা কারা ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    চাঁপদানিতে জিটি রোডের পাশেই ওই ব্যঙ্কটির কিয়স্ক। রবিবার গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করা হয়। ইট দিয়ে মেশিন ভাঙার জন্য চেষ্টা করে এক দুষ্কৃতী। ওই এটিএমটির পাশেই থাকেন বাসপতি মাহাতো নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘রাত ১টা নাগাদ খুব জোরে কিছু একটা ভাঙার আওয়াজ পাচ্ছিলাম। কুকুর ডাকাডাকি করছিল। সেই সময়েই স্থানীয় একজন দেখেন এটিএম-এর মধ্যে কেউ রয়েছে। চিৎকার করতেই ভেতরে থাকা দুষ্কৃতী ছুটে পালায়।’

    চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল, এসপি সুমন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান। কথা বলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে। সিসিটিভি ফুজেট খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজও শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, একজনই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে। তার ব্যাঙ্কের এটিএম-এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যা হয়েছিল, না কি কুমতলবেই এটিএম-এ ভাঙচুর চালানোর চেষ্টা করেছিল ওই দুষ্কৃতী, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এ ভাবে এটিএম মেশিনে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, বর্তমানে অধিকাংশ এটিএম-এর সুরক্ষাই সিসিটিভি নির্ভর। সেখানে কোনও নিরাপত্তারক্ষী না থাকার কারণে দুষ্কৃতীদের সুবিধা হচ্ছে বলে দাবি তাঁদের।

  • Link to this news (এই সময়)