আজকাল ওয়েবডেস্ক: ঋতুরাজ বসন্তের আগমনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তবে মূল উৎসবের আগে, বিশ্বভারতীর ঐতিহ্য মেনে পাঠভবনে পালিত হল 'বসন্ত আবাহন।' বসন্তকে স্বাগত জানানোর এই আয়োজন শিক্ষার্থীদের প্রাণোচ্ছল অংশগ্রহণের মাধ্যমে এক বিশেষ মাত্রা লাভ করেছে।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, একসময় এই বসন্ত আবাহন অনুষ্ঠান বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পূজার দিন পালিত হত। কিন্তু বিশ্বভারতী যেহেতু ব্রাহ্ম মতাদর্শে প্রতিষ্ঠিত, তাই সরস্বতী পূজার সঙ্গে এই আয়োজনের সংযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য আম্রপুঞ্জয়ী নামে বিশেষ অনুষ্ঠান শুরু হয়, যা বসন্ত ঋতুর যেকোনও দিন উদযাপন করা হয়ে থাকে।
এ বছরও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে পাঠভবনের জহর বেদি সুন্দরভাবে সাজিয়ে বসন্ত আবাহন পালিত হয়েছে। যদিও অনুষ্ঠানের জাঁকজমক তুলনামূলকভাবে কম ছিল, তবুও পড়ুয়াদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বসন্তকে স্বাগত জানানোর এই অনন্য আয়োজন প্রকৃতি ও জীবনচর্চার সঙ্গে বিশ্বভারতীর শিক্ষার্থীদের সংযোগকে আরও দৃঢ় করেছে।