'রাস্তার উপর মদ খাবেন না', বদলা নিতে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ...
আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাস্তার উপর বসে যুবক-যুবতী মদ্যপান করছিলেন। স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের বারণ করেছিলেন। বদলা নিতে রাতে দলীয় কার্যালয়ে হামলা। মারধর করা হল তৃণমূল কর্মীদের। বেপরোয়া ভাঙচুরও চালানো হল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দা থানা সোদপুর এলাকায়। হামলাকারী যুগলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়দা পুরসভার সোদপুর এইচবি টাউন মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে। অভিযোগ, রবিবার সকালে ওই যুগল তৃণমূল কার্যালয়ের সামনে রাস্তার উপর বসে মদ্যপান করছিলেন। সঙ্গে অশালীন আচরণও করছিলেন। তৃণমূল কর্মীরা সেখানে গিয়ে তাঁদের রাস্তার উপর বসে মদ্যপান করতে বারণ করেন। ওই যুগলের সঙ্গে তৃণমূল কর্মীদের তখন মৃদু কথা কাটাকাটি হয়। গোলমাল তখনকার মতো মিটে যায়।
রাতে দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীরা ক্যারম খেলছিলেন। সেখানে স্থানীয় বাসিন্দারাও কয়েকজন ছিলেন। রাত ৯টা নাগাদ ওই যুবক-যুবতী আচমকা তৃণমূলের ওই কার্যালয় চড়াও হন। ভিতরে ঢুকেই যুবতী সহসা তৃণমূল কর্মীদের মারধর শুরু করেন। হামলাকারী মহিলা হওয়ায় কেউ পাল্টা প্রতিরোধ করতে সাহস পাননি। তারপর ওই মহিলা ও তাঁর সঙ্গী পার্টি অফিসের আসবাবপত্র ক্যারম বোর্ড ভাঙচুর করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তৃণমূল কর্মীরা তখন খড়দা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুগলকে ধরে নিয়ে যায়।
তৃণমূল কর্মী গৌতম বসু বলেন, 'সকালে রাস্তার উপর বসে ওই যুগল মদ্যপান করছিলেন। সঙ্গে তাঁরা নানারকম অশালীন আচরণও করছিলেন। ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তা দিয়ে যাতায়াত করে। তাই আমরা তাদের রাস্তার উপর মদ খেতে বারণ করেছিলাম। সেখান থেকে চলে যেতে বলেছিলাম। রাতে দলীয় কার্যালয়ে ঢুকে আমাদের উপর হামলা চালায়। আমাদের গায়েও হাত তুলেছে। আসবাবপত্র ভাঙচুর করেছে। মহিলা হওয়ায় আমরা কিছু বলতে পারছিলাম না। ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশ দু'জনকেই থানায় ধরে নিয়ে গিয়েছে।'