• সেন্ট্রাল অ্যাভিনিউর পর দমদম, বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে ঢুকে নগদ টাকা-সোনা লুঠ ...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগে খাস কলকাতায় বৃদ্ধার বাড়িতে লুঠ চালিয়েছিল। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউর পর, একই ঘটনার পুনরাবৃত্তি দমদমে। এবারও নজরে বাড়িতে থাকা বৃদ্ধ-বৃদ্ধা। সাত দুষ্কৃতি আলমারি ভেঙে ওই পরিবারের সর্বস্ব লুঠ করে বলে অভিযোগ।

    জানা গিয়েছে, লুঠের দিন রাত দুটো নাগাদ নওদা স্কুল এলাকায় দমদম বটতলা ৭ নম্বর ওয়ার্ডে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে দুষ্কৃতিকারীরা জানলার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। অভিযোগ, সোজা দোতালায় উঠে বৃদ্ধ-বৃদ্ধাকে অস্ত্রের ভয় দেখিয়ে  হাত পা বেঁধে লুঠ চালায় তারা। হাতের আংটি কানের দুল পর্যন্ত কেড়ে নিয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। ওই দম্পতির নাম শংকর মজুমদার ও পুতুল মজুমদার। তাঁরা ইতিমধ্যে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

    ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। একই সঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের আওতাভুক্ত হওয়ার কারণে ঘটনার স্থলে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারী অফিসাররা।  জানা গিয়েছে, লুঠের দিন একতলার বাড়িতে ভাড়াটে ছিল না। দম্পতির ছেলে থাকেন মহারাষ্ট্রে। হানা-লুঠের ঘটনায় পরিচিত কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ। লুঠের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

    এর আগে, সেন্ট্রাল অ্যাভিনিউতে বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে লুঠের ঘটনা ঘটেছিল।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউর ৩২৬/এ-এর দোতলার বাসিন্দা মধুমিতা মিত্র, বয়স ৬৮। তিনি দীর্ঘদিন ওই বাড়ির বাসিন্দা। অভিযোগ জানান, ১২ ফেব্রুয়ারি, বুধবার রাত সাড়ে এগারো কিংবা তার কিছু পরে তাঁর বাড়িতে আচমকা হানা দেয়। ভয় দেখিয়ে ওই মহিলার বাড়ি থেকে নগদ অন্তত ১৫ হাজার টাকা, সোনার গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
  • Link to this news (আজকাল)