ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার মর্টার শেল, ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে
আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এবার শিলিগুড়ির ফুলবাড়িতে উদ্ধার মর্টার শেল। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মর্টার শেল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয় কিছু মানুষ ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ট্রাক পার্কিংয়ের এলাকায় ওই মর্টার শেলটি পড়ে থাকতে দেখেন। এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা এই খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
এরপর খবর দেওয়া হয় সিআইডি, বোম্ব স্কোয়াড এবং দমকল বিভাগকে। পুলিশ গিয়ে ঘটনারস্থল ফাঁকা করে দেয়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কীভাবে ওই মর্টার শেলটি এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নিয়মকানুন মেনে মর্টার শেলটিকে ডিফিউজ করবে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হবে মর্টার শেলটি বাংলাদেশের নাকি ভারতের?ইতিমধ্যেই মর্টার শেলটির ছবি প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে।