• পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কল্যাণীতে রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কল্যাণীতে যুবকের দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য। জানা গেছে, বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয়ে যান এক যুবক। অবশেষে এলাকার একটি ইটভাটার পুকুর থেকে উদ্ধার হয়েছে যুবকের মৃতদেহ। ডুবুরি নামিয়ে ওই মৃতদেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী মাঝেরচর এলাকায়। মৃতের নাম শুভদীপ সরকার (৩৫)। যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কল্যাণী থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

    পরিবার সূত্রে জানা গেছে, স্কুটি নিয়ে রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে মাঝেরচর গঙ্গায় গিয়েছিলেন শুভদীপ। তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। দীর্ঘ সময় পর পরিবারের লোকেদের কাছে খবর আসে ওই এলাকার একটি ইটভাটার পুকুরে পড়ে জলে ডুবে গিয়েছেন শুভদীপ। দ্রুত সেখানে গিয়ে পৌঁছন পরিবারের সদস্যরা। জলে নেমে শুভদীপের খোঁজও শুরু হয়।খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ সন্ধের পর ঘটনাস্থলে যায়। ব্যারাকপুর এসইপি এইট ব্যাটেলিয়ানের উদ্ধারকারী দলও হাজির হয়। রাতেই ডুবুরি নামানো হয়। কিন্তু উদ্ধার করা যায়নি যুবককে। সোমবার সকালে ফের সেই পুকুরে আটজন ডুবুরি নামেন। প্রায় ঘণ্টা দেড়েক পর উদ্ধার হয় শুভদীপের মৃতদেহ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়।

    ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুভদীপকে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের দাবি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। 
  • Link to this news (আজকাল)