মিল্টন সেন: কয়েকদিন আগেই খাস কলকাতায় ঘটে গিয়েছে এটিএম থেকে সাইবার প্রতারণার মাধ্যমে টাকা লুঠের ঘটনা। তার কয়েকদিন পরেই এবার হুগলির চাঁপদানীতে এটিএম লুঠের চেষ্টা! ইট দিয়ে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চাঁপদানী জিটি রোড সংলগ্ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম কেন্দ্রে। অভিযোগ, গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে কেউ বা কারা এটিএম মেশিন ভাঙার চেষ্টা করে। ইট দিয়ে মেশিন ভাঙার চেষ্টা করা হয়। ভেঙে ফেলাও হয় মেশিনের একাংশ। যদিও মেশিনের যে অংশে টাকা থাকে সেই অংশ ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। ফলে, সমস্ত পরিমাণ টাকা অক্ষত আছে বলে জানা গিয়েছে।
ওই এটিএম সংলগ্ন এলাকার বাসিন্দা পশুপতি মাহাতো জানিয়েছেন, ঘটনার দিন রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ পান তিনি। স্থানীয় এক বাসিন্দা ঘরের বাইরে বেরিয়ে দেখেন, এটিএমের ভিতর কেউ ছিল। লোকজনের আওয়াজ পেতেই ছুটে পালিয়ে যায় ওই ব্যক্তি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর কমিশনারেটের ডিসিপি অলকানন্দা ভাওয়াল, এসিপি সুমন ব্যানার্জি, আইসি ভদ্রেশ্বর। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মেশিন ভাঙার চেষ্টা করেছে একজনই। চুরির উদ্দেশ্যেই এটিএম ভাঙা হচ্ছিল নাকি ব্যাঙ্কের সঙ্গে কোনও শত্রুতা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।