• মহিলার সঙ্গে অভব্য আচরণ হাসপাতালের নিরাপত্তারক্ষীদের, প্রতিবাদ করতেই রোগীর আত্মীয়কে মারধর ...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রোগীর আত্মীয়র উপর হামলা। অভিযোগের তীর হাসপাতালের  নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনায় তোলপাড়। ঠিক কী ঘটেছে? সূত্রের খবর,  সোমবার সকালে হাবরা ফুলতলার বাসিন্দা সুজিত তাঁর স্ত্রীকে নিয়ে হাবরা হাসপাতাল গিয়েছিলেন রক্ত পরীক্ষা করাতে। সে সময় জরুরী বিভাগের দরজায় কর্তব্যরত বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। তা দেকেহি প্রতিবাদ করেন সুজিত।

     অভিযোগ প্রতিবাদ করায় তাকেও একটি ঘরের মধ্যে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। কেড়ে নেওয়া হয় ফোন, এলোপাথাড়ি মারধোর করা হয়। মারের চোটে সুজিতের নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে প্রাথমিক চিকিৎসা করিয়েই পুলিশের দ্বারস্থ হন সুজিত। 

    রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার ঘটনা জানাজানি হতেই রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। ইতিমধ্যে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।  ঘটনার তদন্তে হাবরা থানার পুলিশ।

    হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখনও আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। পুলিশের সঙ্গে কথা হয়েছে। হাসপাতালের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তা উচিত নয়। ওই সময় যারা ডিউটিতে ছিল তাদের ডাকা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।‘
  • Link to this news (আজকাল)