ডিজের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত, পুলিশ পাহারায় পরীক্ষা দিতে এল মাধ্যমিক পরীক্ষার্থী...
আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পুলিশি প্রহরায় পরীক্ষা দিতে এল আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। ওই ছাত্রী কোচবিহারের ওকরাবাড়ি হাইস্কুলের পড়ুয়া। তার পরীক্ষা কেন্দ্র গিতালদহ হরিরহাট হাইস্কুলে।
জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই ছাত্রী মাধ্যমিক পরীক্ষার সময় এলাকায় ডিজে বাজানোর প্রতিবাদ করে। এরপরেই তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। আহত ওই ছাত্রী চিকিৎসাধীন ছিল দিনহাটা মহকুমা হাসপাতালে। রবিবার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে ভয়ে বাড়িতে না গিয়ে এক আত্মীয়ের বাড়ি সে চলে যায়। সোমবার মাধ্যমিক পরীক্ষা ছিল। ফের আক্রমণ হতে পারে এই আশঙ্কায় এদিন পুলিশের গাড়িতে করে সে তার পরীক্ষাকেন্দ্রে আসে।
আক্রান্ত ওই মাধ্যমিক পরীক্ষার্থী জানায়, ‘রবিবার রাতেই হাসপাতাল থেকে আমার ছুটি হয়েছে। আমি ভয়ে বাড়িতে যাইনি। রাতে এক আত্মীয়র বাড়িতে ছিলাম। আজ পরীক্ষা দিতে আসলাম। খুব মাথা ঘুরছে। পরীক্ষা দিতে পারব কি না বুঝতে পারছি না।’ এদিন পরীক্ষার পর বাড়ি ফিরে গেলে যদি তার উপর আবার আক্রমণ হয়? উত্তরে সে জানায়, ‘পরীক্ষা দিয়ে আজকেও বাড়ি ফিরব না। ওই আত্মীয়ের বাড়িতেই থাকব।’