মাকে হত্যা করে বউ নিয়ে চম্পট দিল ছেলে, নিমতায় হাড়হিম করা কাণ্ড
আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানা এলাকায় ভয়াবহ ঘটনা। বৃদ্ধা মা-কে খুন করার অভিযোগ উঠল বড় ছেলে এবং ছেলের বউয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক দু’জনেই। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, রীতা ভট্টাচার্য নামে ওই মহিলা পরিবারে দুই ছেলে, বড় ছেলের বউ এবং ১৬ বছরের নাতনির সঙ্গে থাকতেন। দোতলা বাড়ির ওপরের তলায় পরিবার নিয়ে বাস করতেন বড় ছেলে সুজিত। তাঁর স্ত্রীর অনলাইনে ব্যবসা ছিল। ছোট ছেলে বেসরকারি সংস্থায় চাকরি করতেন।
শুক্রবার রাতে অফিস থেকে ফেরার সময় ছোট ছেলে সুধীর মাকে ফোন করে রাতের খাবারের জন্য। কিন্তু ফোন করে কোনও উত্তর মেলেনি। বাড়িতে এসে তিনি দেখেন, বাইরে থেকে তালা বন্ধ। সন্দেহ হতেই এলাকার প্রতিবেশী এবং পুলিশের সাহায্য নিয়ে বাড়ির তালা ভাঙা হয়। তখনই দেখা যায়, ওই মহিলা নিচে মৃত অবস্থায় পড়ে আছেন। তৎক্ষণাৎ পুলিশ ও প্রতিবেশীদের সহযোগিতায় বৃদ্ধাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সুধীরের অভিযোগ, তাঁর দাদা সুজিত কোনও কাজকর্ম করতেন না। টাকা পয়সার জন্য মাঝেমধ্যেই উত্যক্ত করতেন মাকে।
অভিযোগ, সম্পত্তি ভাগের জন্য বেশ কয়েকবার মাকে হুমকিও দেয় তাঁর দাদা। জানা গিয়েছে, সুধীর অফিসে গেলে ওই মহিলা নিচে একাই থাকতেন, দিন কাটাতেন আতঙ্কের মধ্যে। প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে মাকে হত্যা করে সুজিত তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পালায়। সঙ্গে কিছু মূল্যবান জিনিসপত্র সহ নগদ টাকা, বাড়ির দলিল, সঙ্গে মায়ের মোবাইল পর্যন্ত নিয়ে চলে গেছে বলে অভিযোগ ছোট ছেলে সুধীরের। নিমতা থানা সূত্রে খবর, সুধীর ভট্টাচার্যের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্ত এবং তার পরিবারের খোঁজ চলছে।