বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ চার বিজেপি বিধায়ক, কারণ কী?...
আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম নয়। গত বিধানসভা ভোটের পর, এর আগেও তিনবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের সাসপেন্ড করা হয়েছে তাঁকে।
শুধু শুভেন্দু নয়, তাঁর সঙ্গেই আরও তিন বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছেন। তাঁরা হলেন অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ। ৩০ দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে চার বিজেপি বিধায়ককে।
কেন? কারণ কী? সূত্রের খবর, সোমবার বিধানসভায় এই ঘটনা ঘটে সরস্বতী পূজা কেন্দ্রীক বিষয়ে্র প্রেক্ষিতে। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনেন গেরুয়া শিবিরের বিধায়করা। জানা গিয়েছে, সেই সময় আচমকা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান শুভেন্দু। শুধু তাই নয়, বিধানসভার স্পিকারের দিকে কাগজ ছোড়েন বলেও অভিযোগ। তারপরেই বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জরুরি কাগজ ছিঁড়ে ফেলার এবং ছোড়ার ঘটনার জেরে বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। ঘটনায় শুভেন্দু, অগ্নিমিত্রা-সহ চার বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে খবর সূত্রের। বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউটও করেন এদিন।
জানা গিয়েছে, বিধানসভার দৈনিক কর্মসূচির কাগজ ছিঁড়ে ফেলা হয় এবং তা ছোড়া হয় স্পিকারের দিকে। উল্লেখ্য, আগামী ৩০ দিন, এই চার বিধায়ক বিধানসভার কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না।
সূত্রের খবর, আগামিকাল, মঙ্গলবার বিধানসভার বাইরে ধর্নায় বসবেন রাজ্যের বিরোধী দলনেতা।