• দার্জিলিঙে স্নোফল, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, হাওয়ার বড় বদলের পূর্বাভাস
    আজ তক | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেও আবহাওয়ার আচরণ অত্যন্ত অস্বাভাবিক। একদিকে উত্তরে তুষারপাতের সম্ভাবনা, অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে, যার ফলে সাধারণ মানুষকে কিছুটা অস্বস্তির মুখে পড়তে হতে পারে।

    দক্ষিণবঙ্গ: বৃষ্টির সম্ভাবনা, কিন্তু গরম কমবে না!
    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের বেলা বেশ গরম অনুভূত হচ্ছে। অনেক জায়গায় ফ্যান চালানো ছাড়া উপায় নেই। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি এবং সোমবার তা আরও ২ ডিগ্রি বাড়তে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাতেও গরম কমার লক্ষণ নেই। বরং মেঘলা আকাশের কারণে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হবে।

    দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা:
    বুধবার: কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা।
    বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
    শুক্রবার: পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
    শনিবার: দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গে তুষারপাত ও বৃষ্টি!
    উত্তরবঙ্গের আবহাওয়া এখনও শীতল। দার্জিলিঙের পার্বত্য এলাকায় সোমবার থেকে শনিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, বুধবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কুয়াশার দাপট
    দার্জিলিঙে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও দুপুরে অতিরিক্ত গরম অনুভূত হতে পারে।

    দক্ষিণবঙ্গে গরম বাড়লেও বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। তবে শীত ফেরার সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকায় পার্বত্য এলাকা এখনও ঠান্ডা থাকবে। 

     
  • Link to this news (আজ তক)