নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোরুমারায় জঙ্গল সাফারিতে চিতাবাঘ দর্শন। একঝলক দেখা নয়, রীতিমতো জঙ্গলের সরু পথে মিনিট কয়েক দাঁড়িয়ে পর্যটকদের সাফারির গাড়ি আটকে দিল লেপার্ড। সামনাসামনি এমন চিতাবাঘ দেখে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া পর্যটকদের।
বন দপ্তরের গাইড সুব্রত পাইক বলেন, “রাইনো পয়েন্ট দেখে, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে একেবারে সামনে একটি বিশাল সাইজের চিতাবাঘ রাস্তাজুড়ে দাঁড়িয়ে ছিল। গোরুমারা ফরেস্ট বাংলোর খুব কাছেই ছিল ওই লেপার্ড। সাফারির চালক গাড়ির স্টার্ট বন্ধ করে দেন। কয়েক মিনিট ধরে চিতাবাঘটি আমাদের নিরীক্ষণ করে। তারপর রাস্তা থেকে সরে যায়।”
গাইড জানিয়েছেন, গাড়িতে সাফারি করছিলেন শিক্ষক শিক্ষিকারা। তাঁরা বানারহাট থেকে এসেছিলেন। মোট পাঁচজন ছিলেন। এর আগেও তাঁরা গোরুমারায় এসেছেন। কিন্তু কখনও চিতাবাঘ দেখতে পাননি। রবিবার সন্ধ্যায় একেবারে চোখের সামনে লেপার্ড দেখে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় তাঁদের। লেপার্ড চলে যাওয়ার পর কোনওক্রমে তাঁরা ধাতস্থ হন। উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে মেদলা ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তায় পর্যটকরা জঙ্গল পথে চিতাবাঘ দেখতে পেয়েছিলেন পর্যটকেরা।