রাজ্য স্কুল ক্রীড়ায় অংশ নিতে যাচ্ছে রাজগঞ্জের ৩ খুদে
বর্তমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলাস্তরে প্রথম হয়ে এবার রাজ্য স্কুল ক্রীড়ায় অংশ নিতে যাচ্ছে জলপাইগুড়ির রাজগঞ্জের তিন খুদে। দীপঙ্কর, রাজদীপ ও স্নেহা নামে ওই তিন ছোট্ট পড়ুয়ার সাফল্যে খুশির হাওয়া রাজগঞ্জে।
এদের মধ্যে দীপঙ্কর রায় রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েতের ভোটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। দীপঙ্কর গত বছর রাজ্য স্কুল ক্রীড়ায় ৭৫ মিটার রানে প্রথম স্থান অধিকার করেছিল। ফলে তার দিকে বিশেষ নজর রয়েছে। এবার সে জেলায় ১০০ মিটার রানে প্রথম হয়ে রাজ্যে যাচ্ছে।
এদিকে রাজগঞ্জ থেকে রাজ্য স্কুল ক্রীড়ায় অংশ নিতে যাচ্ছে আরও দুই খুদে। তাদের একজন পানাসগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী স্নেহা রায়। অন্যজন মালিভিটা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র রাজদীপ রায়। স্নেহা ৭৫ মিটার রানে জেলায় প্রথম হয়েছে। রাজদীপ জেলায় হাইজাম্পে প্রথম হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ২৮ ফেব্রুয়ারি ও পয়লা মার্চ রাজ্যস্তরের স্কুল ক্রীড়া অনুষ্ঠিত হবে। সেখানেই এই তিন খুদে অন্য জেলার পড়ুয়াদের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। ইতিমধ্যেই, এই তিন পড়ুয়ার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।